কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় মুকেশ আম্বানি

এনটিভি প্রকাশিত: ২৩ জুন ২০২০, ২০:১৫

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত। এ সময় অনেক প্রতিষ্ঠানের যখন নাকানি-চুবানি অবস্থা, তখন ব্যতিক্রম ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। করোনা মহামারির সময়েই সম্পদ বেড়েছে ভারতের শীর্ষ এই শিল্পগোষ্ঠীর। আর এতেই পোয়াবারো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির।

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এই তালিকায় বর্তমানে ৯ নম্বর স্থান অধিকার করে আছেন মুকেশ আম্বানি।

৬৩ বছর বয়সী মুকেশের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫০ কোটি ডলারে। এর ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ার রয়েছে মুকেশের হাতে। সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্ম লিমিটেডে বড় বিনিয়োগ করে তিনি লাভবান হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও