কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বনাথে করোনা শনাক্ত হওয়ার দুইদিন পর বৃদ্ধের মৃত্যু

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৩ জুন ২০২০, ০৯:৫০

কোভিড-১৯ শনাক্তের দু’দিনের মাথায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম তখলিছ মিয়া (৬৫)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ৪টায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে ২১ জুুন সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয় তার।

এ তথ্য নিশ্চিত করে তখলিছ মিয়ার ছেলে আবু বকর ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বাবার মৃতদেহ গ্রামে আনা হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে জানাজার পর আজই তার দাফন কার্য সম্পাদন করা হবে।

তিনি আরও জানান, বাবা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করতেন। করোনা প্রাদুর্ভাবের পূর্বে তিনি দেশে ফেরেন। পরে এর প্রকোপ দেখা দিলে আর যাওয়া হয়নি তার। নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১৭ জুন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ২১ জুন কোভিড-১৯ শনাক্ত হয় তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও