কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন নিয়ে দড়ি টানাটানি বন্ধ করুন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

সমকাল প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৯:১০

কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠির প্রভাব ও চাপ থেকে বেরিয়ে এসে করোনা হটস্পটের সব মহানগর ও অঞ্চলে সর্বাত্মক লকডাউন কার্যকর করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, লকডাউন আর রেড জোন-ইয়োলো জোন নিয়ে নিজেদের মধ্যে দড়ি টানাটানি অবিলম্বে বন্ধ করুন। কর্তৃত্ব ও এখতিয়ার নিয়ে কোনো বিরোধ থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অনতিবিলম্বে তার অবসান ঘটানো জরুরি।

সোমবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন বৈঠকে এই দাবি জানানো হয়। এ সময় সংসদ সদস্যদের ইচ্ছাপূরণের জন্য একনেক সভায় ৬ হাজার ৪৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনে ক্ষোভ জানিয়ে বলা হয়, এধরনের জবাবদিহিতাহীন বরাদ্দ একদিকে অপচয় আর অন্যদিকে অনিয়ম আর দুর্নীতিকে উৎসাহিত করবে। করোনা দুর্যোগ উত্তরণে বাজেটে স্বাস্থ্যখাতে ২০ শতাংশ বরাদ্দ দেওয়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা।

দলের সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও