কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেঁয়াজের কেজি ২৫ টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৭:১৮

সাতক্ষীরায় ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। দীর্ঘদিন পর পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা।

এদিকে, ভোমরা বন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্বাভাবিক হলেও এখনও পেঁয়াজের কোনো চালান দেশে প্রবেশ করেনি। ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলে দাম আরেকটু কমবে বলে জানা গেছে।

সাতক্ষীরা বড় বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন বলেন, খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের কেজি ২৫ টাকা। আর দেশি পেঁয়াজের কেজি ৪০-৪৫ টাকা। পাইকারি বাজারে খুচরা দামের চেয়ে ২-৩ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

ভোমরা স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, শনিবার থেকে বন্দরের আমদানি কার্যক্রম স্বাভাবিক হলেও এখনও কোনো পেঁয়াজ প্রবেশ করেনি। তবে অন্য বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। গত তিন মাস যেসব ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ভারতে আটকানো ছিল বর্তমানে সেগুলো প্রবেশ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও