কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তির দাফন, ইমাম চাকরিচ্যুত

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২২ জুন ২০২০, ১৫:২০

ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন কাজে অংশগ্রহণ করায় পৌরসভার ৯নং ওয়ার্ডের বক্সআলী ভূঁইয়া বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল্লাহকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।

জানা যায়, সোনাগাজী উপজেলার ৪নং ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর চাচা সোনাপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিয়াউল হক গত ১৭ জুন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। যার কাফন-দাফনে অংশগ্রহণ করেন ইসলামিক ফাউন্ডেশন সোনাগাজীর কাফন-দাফন টিম। সে টিমের একজন সদস্য হিসেবে মাওলানা নুরুল্লাহও দাফন কাজে উপস্থিত ছিলেন। যার কারণে মসজিদ কমিটি তাকে ১৯ জুন ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহিত দেয়। তিনি মসজিদে নামাজ পড়তে গেলে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়।

মাওলানা নুরুল্লাহ ২০১৪ সাল থেকে ওই মসজিদে সুনামের সঙ্গে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মসজিদটি ওয়াকফ সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত হওয়ায় কমিটি ও মুতাওয়াল্লিদের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও