কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীন-মার্কিন স্নায়ুযুদ্ধ বিশ্বের জন্য করোনার চেয়েও বড় হুমকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ জুন ২০২০, ২১:১৮

‘আমেরিকা ও চীনের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ যেভাবে ঘনিয়ে আসছে তা করোনাভাইরাসের চেয়ে বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। মহামারির পর নেতৃত্ববিহীন এক বিশ্বে বিশাল একটি টালমাটাল পরিস্থিতির দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। দুই পরাশক্তির মধ্যে মতভেদ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।’

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও চীনের এই বৈরিতার জন্য মার্কিন প্রশাসনকেই দায়ী করেছেন তিনি। বিবিসির এশিয়া বিজনেস ইউনিটকে দেয়া সাক্ষাৎকারে জেফ্রি বলেন, আমেরিকা বিভাজন সৃষ্টিকারী একটি শক্তি, সহযোগিতার নয়।‘চীনের সঙ্গে নতুন করে একটা শীতল যুদ্ধ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমেরিকা। এটা যদি কাজ করে, যদি এটাই তাদের লক্ষ্য হয়, তাহলে আমরা কখনই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাব না। বরং এর থেকে আরও গভীর মতবিরোধের পরিস্থিতি এবং আসলেই বিশাল একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হবে।’

জেফ্রি স্যাক্স হুঁশিয়ারি দিয়েছেন এমন এক সময়ে যখন চীন ও আমেরিকার মধ্যে শুধু বাণিজ্য নিয়ে নয়, বরং অনেক বিষয়ে উত্তেজনা বাড়ছে। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প একটি আইনে সই করেছেন যেখানে চীনের শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম নিপীড়নের জন্য দায়ী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে অনুমোদন দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও