কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিট সংকটে তিন দিন বন্ধ নারায়ণগঞ্জের করোনা পরীক্ষা

সময় টিভি প্রকাশিত: ২১ জুন ২০২০, ০৯:৫৬

নারায়ণগঞ্জে কিট সংকটে তিনদিন ধরে বন্ধ করোনা পরীক্ষা। পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। সেই সঙ্গে দুই মাসেও হাসপাতালের আইসিইউ চালু হয়নি। এ অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন সিটি মেয়র। সংকট কাটাতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য।

কয়েক ঘণ্টা অপেক্ষা করেও নমুনা দিতে ব্যর্থ হন নারায়ণগঞ্জের এক নারী। বৃহস্পতিবার (১৮ জুন) থেকে প্রতিদিনই ঘণ্টার ঘণ্টার পর হাসপাতালের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। গত তিনদিনে শত মানুষের গল্প একই। করোনা পরীক্ষার দুর্ভোগ ছাপিয়ে গেছে আক্রান্ত হওয়ার আতঙ্ককে। হটস্পট চিহ্নিত হবার পরই, নারায়ণগঞ্জের তিনশ' শয্যা হাসপাতালটিকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। নমুনা পরীক্ষার জন্য বসানো হয় পিসিআর ল্যাব। গত ১০ এপ্রিল প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং ৬ মে চালু হয় পিসিআর ল্যাবটি। কিন্তু ১৮ জুন হঠাৎ বন্ধ হয়ে যায় ল্যাবের কার্যক্রম।

ভুক্তভোগীরা বলেন, আমাদের জানিয়েছে রিপোর্ট আসেনি। সব কার্যক্রম বন্ধ। আমরা যাবো কোথায়?  এদিকে, করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু হয়নি এখনো। এ কারণে গুরুতর রোগীদের জীবন বাঁচাতে ছুটতে হচ্ছে রাজধানীতে। কিট এবং সরঞ্জাম সঙ্কটের দোহাই দিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামুসুদ্দোহা সরকার সঞ্চয়। তিনি বলেন, কিট আসা মাত্রই আমরা পরীক্ষা শুরু করে দেবো। ৩ দিন টেস্ট বন্ধ আছে। কবে কিট পাবো জানি না। 

এ অবস্থায়, কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর। আর সংকট মোকাবিলায় চেষ্টা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও