কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোলার ৪৩ ওয়ার্ডে রেড জোনের আওতায়, স্বাস্থ্য বিধি মানতে অনীহা

আরটিভি প্রকাশিত: ১৯ জুন ২০২০, ২০:৩৯

ভোলা সদরের পাঁচটি পৌরসভা ও ৭ উপজেলার মোট ৪৩টি ওয়ার্ডকে করোনাভাইরাসে আক্রান্ত বিবেচনায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরে সেখানকার মানুষদের গতকাল বৃহস্পতিবার সতর্কতা জারি করা হলেও স্থানীয়রা বিষয়টিকে তেমন পাত্তা দিচ্ছেন না।

এদিকে, স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক ব্যবহার না করায় গত পাঁচ দিনে তিন শতাধিক ব্যক্তিকে জরিমানা ও সর্তক করেছেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।জানা যায়, রেড জোন ঘোষণার পরেও সাধারণ মানুষের মধ্যে তেমন স্বাস্থ্য বিধি মানার আগ্রহ দেখা যাচ্ছে না। গতকাল বাজার, ব্যাংক ও পোস্ট অফিসে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এসব জায়গাগুলোতে স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই ছিল না।

আজ শুক্রবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিধি না মানায় ৫০ জনকে সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলম। এছাড়াও এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরদের মাধ্যমে সর্তকতা জারি করাসহ মাইকিং করা হয় প্রশাসন তরফ থেকে। তারপর স্থানীয়দের স্বাস্থ্য বিধি মানাতে প্রশাসনের হিমশিম খেতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও