কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এখনো আম্পানের লোনাজলে ডুবা কয়রার হাজারো বাড়ি, বিপর্যস্ত জীবন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১১:৩৪

গ্রা্মের পর গ্রাম জুড়ে লোনাপানিতে ডুবে আছে বাড়িঘর। উঠানে বুক সমান পানি। এমনি এক গ্রামের ইসরাফিল হোসেন সরদার সংসার নিয়ে কয়রার গোবরা বাজারের দোকানঘরে উঠেছেন। দোকানের মেঝেতে পাতা চৌকিটাও পানিতে ডুবে আছে। জোয়ারের পানিতে ডুবে যায় এটি। ভাটায় মেঝের পানি কিছুটা নেমে গেলে তার ওপরে বসবাস তাদের।

ইসরাফিলের স্ত্রী আকলিমা বেগম চৌকির ওপর পাতানো চুলায় দিনে-রাতে একবার রান্না করতে পারেন। ভাটার সময়। চৌকির ওপরে রান্না, খাওয়া ও ঘুমানো। রাতে স্ত্রী আকলিমা ছেলেমেয়ে নিয়ে চৌকির ওপরে ঘুমান। ডুবন্ত ঘরের পাশে ডিঙ্গি নৌকায় ঘুমান ইসরাফিল।ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর গত এক মাস ধরে কয়রার গোবরা, হরিণটানা, হাজতখালীসহ প্রায় অর্ধশত গ্রামের চিত্র এমনই। আম্পানে বাঁধ ভেঙে লোনাপানিতে সব সয়লাব হয়ে যাওয়ায় ইসরাফিলদের জীবনে নেমে এসেছে বিপর্যয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, গোবরা গ্রামের ইট বিছানো রাস্তা জোয়ারের সময় কোথাও থাকে হাঁটুপানি, কোথাও কোমরপানি। রাস্তার দুই ধারের ঘরবাড়িগুলো পানিতে ডুবে আছে। বাড়িতে যাতায়াতের পথে বাঁশের সাঁকো। ঘরে ঘরে সাঁকো এখন চলাচলের পথ। ঘরের ভিতর মাঁচা তৈরি করে কোনো রকমে তার ওপরে বসবাস। গ্রামের রাস্তার দুই ধারে থইথই পানি। ডুবে আছে ঘরবাড়ি, মৎস্য ঘের, ফসলের ক্ষেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও