কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবে পর্যটন কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে

এনটিভি প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১০:৪০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবে প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী ২১ জুন রোববার থেকে শুরু হচ্ছে পর্যটন কার্যক্রম। দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এ কথা বলেছেন। শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে গত বুধবার পর্যটনবিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেছিলেন আহমেদ আল-খতিব। ওই বৈঠকে অভ্যন্তরীণ পর্যটন বিষয়ে আলোচনা হয়। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি ইতিবাচক। সৌদি সরকার গ্রীষ্মকালীন কার্যক্রম উদ্বোধন করতে প্রস্তুত। এই আয়োজন অভ্যন্তরীণ বা দেশীয় পর্যটনকে সহায়তা করবে।

আল-খতিব আরো বলেন, ‘পর্যটন কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ সৌদি নাগরিক অভ্যন্তরীণ পর্যটনের সুবিধা নিতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর আমরা জনগণের জন্য অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রম শুরু করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও