কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কৃষিতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি রংপুর অঞ্চলে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ০৯:৫৭

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে রংপুর কৃষি অঞ্চলের নীলফামারী ছাড়া বাকি চার জেলায় প্রায় ১০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৪০১ হেক্টর জমির বোরো, ভুট্টা, শাকসবজি, মরিচ, কলা, তিল, মুগ, আম ও পান বরজের এসব ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র জানিয়েছে।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্ফানে রংপুরে ৩৪৫ জন কৃষকের ৩৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়। এই জেলায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা। গাইবান্ধায় ছয় হাজার ৬৫০ জন কৃষকের ২৭২ হেক্টর জমির ক্ষতির পরিমান সাত কোটি ৩৪ লাখ ৬৫ হাজার টাকা।

কুড়িগ্রামে তিন হাজার ১৯০ জন কৃষকের ৮৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এখানে টাকার অঙ্কে ক্ষতির পরিমান এক কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং লালমনিরহাট জেলায় ৩১২ জন কৃষকের দুই দশমিক ৩৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও