কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বনাথে গ্রামে গ্রামে করোনার হানা!

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১০:০৫

সিলেটের বিশ্বনাথ উপজেলায় আশংঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তদের সংখ্যা। সাধারণ নারী-পুরুষ, শিশু, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, সরকারি কর্মকর্তা, ব্যাংক স্টাফ ও পুলিশ সদস্যসহ ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৫২জন।

সূত্র জানায়, গেল ৩ মে সর্বপ্রথম করোনা শনাক্ত হয় উপজেলার রামপাশা ইউনিয়নের ঘোড়াইল গ্রামের এক প্রসূতি মায়ের। এরপর ক্রমান্বয়ে করোনা রোগী সনাক্ত হয় উপজেলার বিভিন্ন গ্রামে। করোনা হানা দেয় সরকারি অফিস পাড়ায়ও।

আক্রান্ত হন সাধারণ নারী-পুরুষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, ব্যাংক স্টাফ ও একাধিক পুলিশ সদস্য। করোনা শনাক্ত গ্রামগুলির মধ্যে রয়েছে উপজেলার রামপাশা ইউনিয়নের ঘোড়াইল, বৈরাগীবাজার আবাসিক এলাকা ও আমতৈল, সদর ইউনিয়নের বাওনপুর, কারিকোনা, শাহজির গাঁও ও শ্বাসরাম, লামাকাজী ইউনিয়নের রাজাপুর ও মির্জার গাঁও, অলংকারী ইউনিয়নের বড়খুরমা, দশঘর ইউনিয়নের বরুনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও