কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রিকেটে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছি: মুমিনুল

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২০:১৯

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সিরিজ জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) বলেছে, সিরিজের জন্য তারা সরকারের নির্দেশনা অনুসরণ করবে। এ বিষয়ে তারা একটি প্রেস রিলিজ পাঠিয়েছে।

প্রেস রিলিজে বলা হয়েছে, ‘রবিবার রাতে জাতীয় ও প্রথম শ্রেণির শীর্ষ ক্রিকেটারদের নিয়ে বৈঠক করে কোয়াব। আমরা বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আলোচনা করেছি। শ্রীলঙ্কা সফরের বিষয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের নির্দেশনা অনুযায়ী চলবে।’ কোয়াব আরও জানায়, দেশে করোনা পরিস্থিতির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আরও দেরিতে শুরু হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়া হবে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ক্রিকেটার ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। কীভাবে কী করা যায় সেজন্য আমাদের আরও অপেক্ষা করা প্রয়োজন। আমরা ক্রিকেটে ফিরতে অধীরভাবে আগ্রহী। কিন্তু মহামারি পরিস্থিতি আমাদের হাতে নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও