কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সব মন্ত্রণালয়ের জন্য অর্থ ছাড় ও বিল দাখিলের সময় বাড়ল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৩:০৪

সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য চলতি ২০১৯-২০ অর্থবছরের অর্থ ছাড় (অবমুক্তি) ও বিল দাখিলের সময়সীমা বাড়িয়েছে সরকার।  সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ ছাড়ের সময়সীমা বাড়িয়ে আগামী ২১ জুন করা হয়েছে।

আগের পরিপত্র অনুযায়ী এ সময়সীমা ছিল ১০ জুন পর্যন্ত। এছাড়াও পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ব্যয় বিল দাখিলের সময়সীমা বাড়িয়ে ২১ জুন করা হয়। আগের পরিপত্র অনুযায়ী এ সময়সীমা ছিল ১৪ জুন পর্যন্ত। এতে আরো বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিল করতে হবে ২৩ জুনের মধ্যে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে আগামী ২৫ জুন পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও