কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৫ টাকায় পিয়াজ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১২:১৯

রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি করা পিয়াজের কেজি ২৫ টাকায় নেমেছে। তবে কিছুটা বেড়ে ৫০ টাকা কেজি ছুঁয়েছে দেশি পিয়াজ। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রোজার ঈদের আগে পিয়াজের দাম কয়েক দফা বেড়ে যায়। ঈদের পরই পিয়াজের দাম কমতে থাকে। তবে গত দু’দিনে দেশি পিয়াজের দাম কিছুটা বাড়লেও আমদানি করা পিয়াজের দাম আরও কমেছে।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজােরে দেখা যায়, দেশি পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা বৃহস্পতিবার ছিল ৪০ থেকে ৪৫ টাকা। আমদানি করা পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, যা বৃহস্পতিবার ছিল ৩০ থেকে ৪০ টাকা।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও আমদানি করা পিয়াজের দাম কমার বিষয়টি উঠে এসেছে। টিসিবি জানিয়েছে, এক সপ্তাহে আমদানি করা পিয়াজের দাম ১৪ দশমিক ২৯ শতাংশ কমে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি পিয়াজের কেজি আগের মত ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও