কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর লাশ দাফন করেনি পরিবার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৪:১৭

নেত্রকোনার মোহনগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নাজমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হওয়ার পর লাশ দাফনে পরিবারের লোকজন অপারগতা জানালে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগেই ওই নারীর লাশ দাফন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের নিজ বাড়িতেই মারা যান তিনি। করোনা ভয়ে তখন পরিবারের লোকজন তার লাশ দাফনে অপারগতা জানান।

পরে খবর পেয়ে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর মোহাম্মদ শামছুল আলম ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার সুবির সরকারের উদ্যোগে পারিবারিক কবরস্থানে নাজমা আক্তারের লাশ দাফন করা হয়। মৃত নাজমা আক্তার ওই গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। তিনি গত প্রায় এক সপ্তাহ যাবৎ সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও পেটের অসুখে ভুগছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও