কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভালুকায় সংক্রমিতের ৫৩ শতাংশই কারখানাশ্রমিক

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২০, ২২:০১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এ পর্যন্ত ১৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন কারখানার শ্রমিক আছেন ৮২ জন, যা মোট সংক্রমিতের ৫৩ শতাংশ। প্রতিদিনই বাড়ছে উপজেলায় করোনাভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা।

এদিকে গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় ভালুকায় নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই কারখানাশ্রমিক।

করোনায় সংক্রমিতের সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, গত ৪ জুন থেকে উপজেলার কারখানাগুলোতে সংক্রমিত রোগী শনাক্ত হতে থাকে। ওই দিন তিনজন নারীর করোনা শনাক্ত হয়। তিনজনই কারখানাশ্রমিক। পরদিন শুক্রবার উপজেলায় ১৯ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে আটজন পোশাক কারখানার শ্রমিক। তাঁরা সবাই স্কয়ার ফ্যাশন নামের কারখানায় কাজ করেন। এরপর গত শনিবার উপজেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়, যাঁদের ৮ জনই ছিলেন পোশাককর্মী।

তাঁরাও এসকিউ, স্কয়ার ফ্যাশনসহ অন্যান্য কারখানার শ্রমিক। গত রোববার শনাক্ত ২১ জনের মধ্যে ২০ জনই তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এক দিন পর মঙ্গলবার উপজেলায় সর্বোচ্চ ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সেখানেও ২৭ জন ছিলেন কারখানাশ্রমিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও