কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জুন ২০২০, ২০:১১

সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুন্সীগঞ্জ-মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মা সেতুর কাজের সুবিধার জন্য বুধবার সকাল ১১টা থেকে ফেরিসহ এ নৌরুটে সব যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানোর কাজের সুবিধার জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

শফিকুল ইসলাম আরও জানান, ঘাটে তেমন কোনও যাত্রীবাহী যান নেই। দুইটি ফেরি এরই মধ্যে যান নিয়ে রওনা দিয়েছে। তবে ৮০-৯০টি পণ্যবাহী ট্রাক ঘাটে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও