কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমেছে উত্তেজনা, সীমান্ত থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার শুরু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুন ২০২০, ১৪:২২

লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনার পারদ কিছুটা নামতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথমবার বৈঠক হয়েছে। বুধবার ফের আলোচনার কথা রয়েছে। এর মধ্যেই লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে দুই দেশই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যানগং লেক সীমান্ত বাদে বাকি এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে চীন। ভারতও সেটাই করবে।ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান চান তারা। দু’দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গত শনিবারের বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চীনের পক্ষে ছিলেন মেজর জেনারেল লিউ লিন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠক সফল হয়েছে। ভারত ও চীন উভয়ই সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও