কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জোন ভিত্তিক লকডাউনে উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী

বার্তা২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২০, ১৭:৪৯

জোন ভিত্তিক লকডাউনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসাহিত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ঢাকাসহ সারাদেশে জোন ভিত্তিক লকডাউন বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কোনো নির্ধারিত বিষয় নয়। এটি কেবিনেটে আলোচনা হয়নি, তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।

সোমবার (০৮ জুন) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকের পর বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি নীতিমালা আছে সেখানে তো বিস্তারিত বলা হয়েছে। এছাড়া বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহার করে জোনিংয়ের মাধ্যমে লকডাউনকে উৎসাহিত করেছেন। সেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, সে ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বসে, যেটা মনে করে, সেটা সিদ্ধান্ত নেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও