কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবৃদ্ধি ২.৫ শতাংশ, দারিদ্র্যের হার বেড়ে ৩৫ শতাংশ: সিপিডি

ডেইলি স্টার প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৮:০৭

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর প্রবৃদ্ধি ২.৫ শতাংশের বেশি হবে না বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের হিসাব বলছে, কম প্রবৃদ্ধির সঙ্গে একই সময়ে দেশে দারিদ্র্য হার বেড়ে হবে ৩৫ শতাংশ।

সিপিডি বলেছে, দেশে আর সাধারণ ছুটি ঘোষণা করা হবে না ধরে অর্থনৈতির প্রবণতার ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে প্রক্ষেপণে এই প্রবৃদ্ধির হিসাব কষা হয়েছে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল বাংলাদেশে। গত অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়ায় ৮ দশমিক ১৫ যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি।

করোনাভাইরাস মোকাবিলায় সরকার সাধারণ ছুটি ঘোষণার পর বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রত্যেকেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে যাওয়ার কথা জানিয়েছিল। এর মধ্যে ইআইইউ সর্বনিম্ন ১ দশমিক ৬ শতাংশ ও আইএমএফ সর্বোচ্চ ৩ দশমিক ৮ শতাংশের কথা জানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও