কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্য সেবায় শিল্পগ্রুপ মালিকদের নির্লিপ্ততায় হতাশ সুজন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৮:০১

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিয়ে স্থানীয় শিল্পগ্রুপ মালিকদের নির্লিপ্ততায় হতাশা প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেছেন, যারা একসময় সামান্য পারিবারিক অনুষ্ঠানে নিমিষেই কোটি কোটি টাকা খরচ করতেন, আজ চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার মুমূর্ষু অবস্থায় তারা নিশ্চুপ।

তাদের নির্লিপ্ততা চট্টগ্রামবাসীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। রোববার (৭ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নাগরিক উদ্যোগ আয়োজিত এক মানববন্ধনে সুজন এইসব কথা বলেন। সুজন বলেন, অনেককেই দেখেছি- পবিত্র রমজান, পূজা কিংবা অন্য কোনো উৎসব এলেই সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটতো। কিন্তু এখন তারা নেই।

‘তারা কি এখন সিন্ডিকেটভূক্ত হয়ে চট্টগ্রামবাসীর স্বাস্থ্য সেবায় কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন না? তাদের কি কোনো নীতি-নৈতিকতা নেই? প্রশ্ন রাখেন তিনি। আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রাম বন্দর, কাস্টম, বাণিজ্য সংগঠন, কর্পোরেট হাউস- সবাইকেই এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য সেবার উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও