কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা জয় করলেও স্ট্রোকে মৃত্যু ইতালি প্রবাসীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৫:৪৫

ইতালিতে মফিজ হোসেন নামের (৪৮) এক বাংলাদেশি স্ট্রোক করে মারা গেছেন। এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেও ভাইরাসটি থেকে সফলভাবে মুক্ত হয়েছিলেন। জানা গেছে, গত এপ্রিল মাসে নাপোলির পালমা কাম্পানিয়ায় বসবাসরত মফিজ হোসেনের করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসার জন্য ইতালি পুলিশ তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যায়।

দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসার পর করোনা থেকে মুক্তি পান তিনি। করোনা থেকে সুস্থ হওয়ার পর ২ জুন মঙ্গলবার সকালে মফিজ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৬ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে তার জানাজা শেষে পালমা কাম্পানিয়ায় কবরস্থানে মুসলিম রীতি অনুযায়ী মফিজ হোসেনকে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে পালমা, সানজেন্নারো এলাকার কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

মফিজ হোসেনের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ছৌমুখা গ্রামে। তার পিতার নাম সালামত উল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দাফন শেষে তার রুহের মাগফেরাত কামনা করে স্থানীয় মসজিদের ইমাম ও কমিউনিটির নেতারা দোয়া করেন। মফিজের মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে