কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিল মেটাতে না পারায় ‍বৃদ্ধকে বেঁধে রাখল হাসপাতাল

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৫:০৪

চিকিৎসার বিল ১১ হাজার রুপি মেটাতে না পারায় বৃদ্ধ রোগীকে হাত-পা দড়ি দিয়ে বেঁধে আটকে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অমানবিক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। যদিও হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে বৃদ্ধকে বেঁধে রাখার ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

মধ্যপ্রদেশের সুজাপুর জেলার রায়নগরের বাসিন্দা ওই বৃদ্ধের মেয়ে জানান, পেটে ব্যথা নিয়ে তার বাবাকে পাচদিন আগে বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় ৬ হাজার এবং গত বুধবার আরও ৫ হাজার রুপি হাসপাতালে জমা দেন তারা।

মেয়েটি জানান, তার বাবাকে শুক্রবার ছেড়ে দেওয়ার কথা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ১১ হাজার ২৭০ রুপি দাবি করে। তবে তারা দরিদ্র হওয়ায় আর রুপি দিতে পারবেন না বলে জানান। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবাকে হাত ও পায়ে দড়ি দিয়ে হাসপাতালের বিছানার সঙ্গে বেধে রাখে। পরে রাতে স্থানীয় লোকজন ঘটনা জানতে পেরে তাকে সেখান থেকে ছাড়িয়ে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও