কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জর্জ ফ্লয়েড হত্যা: হাঁটু গেড়ে বসে প্রতিবাদ ট্রুডোর

বার্তা২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৪:৩০

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন স্থানে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। এরই ধারাবাহিকতায় কানাডার অটোয়ায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিক্ষোভকারীরা অবস্থান নেয়।

শনিবার (৬ জুন) এ সময় ব্ল্যাক লাইভ ম্যাটার র‌্যালিতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অংশ নেন। তিনি প্রতিবাদকারীদের সঙ্গে ৮ মিনিট ৪৬ সেকেন্ড হাঁটু গেড়ে বসে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানান।পুলিশ অফিসার জর্জ ফ্লয়েডের ঘাড়ে যতটুকু সময় (৮ মিনিট, ৪৬ সেকেন্ড) হাঁটু গেড়েছিল ঠিক ততটুকু সময় পর্যন্ত ট্রুডো ও প্রতিবাদকারীরা বসে ছিলেন। প্রতীকী এ প্রতিবাদের মাধ্যমে ট্রুডো প্রতিবাদকারীদের সমর্থন জানান।

ট্রুডো উপস্থিত থাকার জন্য উপস্থিত বেশ কয়েকজন বিক্ষোভকারী তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। একইসঙ্গে অবস্থানরত বিক্ষোভকারীদের স্লোগানকে কেন্দ্র করে সম্মতি সূচক মাথাও নাড়তে দেখা যায় ট্রুডোকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও