কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭৪৩, মৃত্যু ৪২

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৪:৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৭৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৭৬৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৮৮৮ জন।

রোববার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮৮ জনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও