কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিখোঁজের ৪০ ঘণ্টা পর মাঝির মরদেহ উদ্ধার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৩:০২

বজ্রপাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে মাঝি মফিজুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাঝি মফিজুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবেরপাতি চরের আবু বক্করের ছেলে।

এর আগে শুক্রবার (৫ জুন) বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাট আসার পথে উলিপুরের পালেরঘাট এলাকায় আকস্মিক বজ্রপাতে পানিতে পড়ে যায় নৌকার মাঝি মফিজুল। অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজগার আলী বাংলানিউজকে জানান, রোববার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। যাত্রাপুর থেকে নিখোঁজ হওয়া মাঝির মরদেহ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও