কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানাডায় ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব

চ্যানেল আই প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১২:২০

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সারাবিশ্বে বেকারত্বের পাশাপাশি কানাডাতেও বেকারের হার বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে কানাডায় বিভিন্ন চাকরির ক্ষেত্রে অধিকাংশ মানুষ বেকার। তাদের অনেকেই ঘরে বসে এম্প্লয়মেন্ট ইন্সুরেন্সের টাকা পাচ্ছে। কিন্তু এ টাকা সীমিত সময়ের জন্য। আবার অনেকেই কানাডা সরকারের দেয়া ইমারজেন্সি সি ই আর বি পাচ্ছে, আর এটাও সীমিত সময়ের জন্য।

বৈশ্বিক এই মহামারী বাংলাদেশের রেমিটেন্স এর ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালি কানাডায় বসবাস করেন। তাদের অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রেও শিথিলতা বিরাজ করছে।

কানাডার স্থানীয় গণমাধ্যম গ্লোবাল নিউজ জানিয়েছে, কানাডায় বেকারত্ব গত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ। কোভিড – ১৯ এবং লকডাউনের প্রভাবে বর্তমানে কানাডায় গত ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে বেকারত্বের হার ১৩.৭ % ।

এর আগে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল সর্বোচ্চ ১৩.১ % । কানাডার পরিসংখ্যান এর রিপোর্ট অনুযায়ী গত মে মাসে নতুন ২৪৯,৬০০ চাকরি যােগ হওয়ায় এবং লকডাউন কিছুটা শিথিল করায় বেকারত্বের হার নিম্নমুখী হতে শুরু করেছে ।

রেফিনিটিভ ফার্মের তথ্য মতে, নতুন ২৪৯,৬০০ চাকরি যােগ না হলে মে মাসে চাকরি হারানাের সংখ্যা বেড়ে যেতাে ৫০০,০০০ এবং বেকারত্বের হার হতাে ১৫ % । গত মার্চ ও এপ্রিল মাসে ৩ মিলিয়ন লােক চাকরি হারিয়েছিলেন এবং ২.৫ মিলিয়ন লােকের কর্মঘণ্টা কমে গিয়েছিল যা , ২৯২,০০০ লােকের কর্মঘণ্টা অর্ধেকের চেয়ে নীচে চলে গিয়েছিল । কানাডার কর্মসংস্থান মন্ত্রি কারলা কোয়াল্ট্র মানুষের কাজে ফিরে আসাকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন । ইতিমধ্যে প্রায় ১.২ মিলিয়ন লােক সি ই আর বি সুবিধার আওতা থেকে বের হয়ে গেছেন । অপর দিকে যুক্তরাষ্ট্রে মে মাসে ২.৫ মিলিয়ন চাকরি যুক্ত হওয়ায় সে দেশে বেকারত্বের হার ১৩.৩ % এ নেমে এসেছে ।

ট্রাম্প বলেছেন, তার দেশের অর্থনীতি করােনা সংকট থেকে রকেট শীপে করে পুনরুজ্জীবিত হচ্ছে । এর আগে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ছিল ১৪.৭ % । অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন মে মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়াবে ২০ % এর কাছাকাছি , কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও