কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাখে ৩০ জন আক্রান্ত হলেই ওই এলাকা রেড জোনে

এনটিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১২:১৫

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে দেশকে তিনটি রঙ—রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করছে সরকার। আর কোন এলাকা কোন রঙে থাকবে, তার জন্য বিভিন্ন নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কোনো এলাকায় যদি প্রতি এক লাখ জনসংখ্যার মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়, তাহলে ওই এলাকা রেড জোনে অবস্থান করবে। তবে ঢাকার বাইরে কোনো এলাকায় এক লাখের মধ্যে ১০ জন করোনা রোগী থাকলে সে এলাকাও রেড জোনের আওতায় ধরা হবে বলে জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো জানান, ঢাকা বা ঢাকার বাইরের কোনো এলাকায় এক লাখে তিন থেকে ১৯ জন করোনা আক্রান্ত রোগী থাকলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে ধরা হবে। আর যে এলাকায় একেবারে কম করোনা আক্রান্ত রোগী আছে, সে এলাকা গ্রিন জোন হিসেবে ধরা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জোনিং নিয়ে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে। সেটি প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠাব। এ বিষয়ে প্রস্তাবনায় সংযোজন ও বিয়োজন করে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও