কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কানাডায় ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১২:০৬

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারা বিশ্বের মতো কানাডাতেও বেকারত্ব বাড়িয়ে দিয়েছে। কোভিড-১৯ এবং লকডাউনের প্রভাবে বর্তমানে কানাডায় গত ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সারা বিশ্বের মতো কানাডাতেও বেকারত্ব বাড়িয়ে দিয়েছে। 

কোভিড-১৯ এবং লকডাউনের প্রভাবে বর্তমানে কানাডায় গত ৩৮ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কানাডার স্থানীয় গণমাধ্যম গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী, কানাডায় বর্তমানে বেকারত্বের হার ১৩.৭ শতাংশ। এর আগে ১৯৮২ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল সর্বোচ্চ ১৩.১ শতাংশ। 

কানাডার পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী, গত মে মাসে নতুন ২ লাখ ৪৯ হাজার ৬০০ চাকরি যােগ হওয়ায় এবং লকডাউন কিছুটা শিথিল করায় বেকারত্বের হার নিম্নমুখী হতে শুরু করেছে। রেফিনিটিভ ফার্মের তথ্য মতে, নতুন ২ লাখ ৪৯ হাজার ৬০০ চাকরি যােগ না হলে মে মাসে চাকরি হারানাের সংখ্যা বেড়ে যেতা ৫ লাখ এবং বেকারত্বের হার হতাে ১৫ শতাংশ। গত মার্চ ও এপ্রিল মাসে ৩০ লাখ লােক চাকরি হারিয়েছিলেন এবং ২৫ লাখ লােকের কর্মঘণ্টা কমে গিয়েছিল এবং ২ লাখ ৯২ হাজার লােকের কর্মঘণ্টা অর্ধেকের নিচে চলে গিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও