কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে

সমকাল প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১১:২৪

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু যে ক্ষোভের আগুন জ্বালিয়েছে তা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের লন্ডন থেকে জাপানের টোকিও পর্যন্ত। পুলিশি নিপীড়ন ও বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে বিক্ষোভ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ নেয়। ফ্লয়েড হত্যার বিচার দাবিতে ও বর্ণবাদের অবসান চেয়ে লন্ডন ছাড়াও বিক্ষোভ হয়েছে ম্যানচেস্টার, কার্ডিফ, লেচেস্টার, শেফিল্ডের মতো বড় বড় শহরে।

দিনব্যাপী লন্ডনের বিক্ষোভ শান্তিপূর্ণ থকালেও সন্ধ্যার দিকে ডাউনিং স্ট্রিটে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একটি দলের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ১৪ জনকে আটক করেছে। পুলিশের ১০ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও