কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিমুলিয়া ঘাটে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

সময় টিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১১:০৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও শিমুলিয়া-মাঝিকান্দি রুটে লঞ্চ এবং স্পিড বোটগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। রোববারও অতিরিক্ত যাত্রী নিয়ে গাদাগাদি করে চলছে পারাপার। তাই যাত্রী সাধারণ নানা বিড়ম্বনা ছাড়াও রয়েছেন কোভিড-১৯ ঝুঁকির মধ্যে। এ রুটে ৮৭টি লঞ্চ এবং সাড়ে ৪শ’ স্পিডবোট চলাচল করছে।

দেখা যায়, কাঁঠালবাড়ি থেকে কানায় কানায় পূর্ণ হয়ে আসছে নৌযানগুলো। দক্ষিণাঞ্চলগামী যাত্রীরাও সমানে পার হচ্ছে। গাড়ির চাপও বেড়েছে। তাই ফেরি বৃদ্ধি করে এখন চলছে ১৪টি। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে এখন আগের চেহারায় ফিরে গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলীম জানান, ১৪টি ফেরি চলছে। শিমুলিয়া ঘাট দিয়ে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যান পারাপার হচ্ছে। কিছু যান পারাপারের অপেক্ষায় আছে। এদিকে ১৪টি পরিবহনের সাড়ে ৩শ’ বাস চলছে। তবে বাসগুলো অনেকটাই নিরাপদ দূরত্ব রেখে চলছে। স্বাস্থ্য বিধি মেনে সরকারি বিধান মত বাসগুলো ৬০ শতাংশ ভাড়া বেশি নিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও