কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘চাইলেই মেসি-রোনালদো হতে পারতাম, কিন্তু ভালো লাগেনি’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১১:০১

বিশ্ব ফুটবলে গত এক যুগের বেশি সময় ধরে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। গত ১২-১৩ বছরে ব্যক্তিগত প্রায় সকল পুরস্কারই গেছে এ দুজনের ট্রফি কেবিনেটে। তাই বলে এমন নয় যে, এ সময়ের মধ্যে আর কোন ভালো ফুটবলার খেলেননি। তবে যারাই এসেছেন, ঢাকা পড়েছেন মেসি-রোনালদোর আলোর নিচে।

তেমনই একজন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ওয়েসলে স্নাইডার। যিনি সমানভাবে সফল হয়েছেন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে। জাতীয় দলের হয়ে যেমন দাপিয়েছেন, তেমনি সবধরনের সাফল্য পেয়েছেন ক্লাবের হয়েও। সেই স্নাইডারের মতে তিনি চাইলেন হতে পারতেন মেসি বা রোনালদোর মতো। তবে তার এটি ভালো লাগেনি তাই, অত আত্মত্যাগ বা পরিশ্রম করার কথাও ভাবেনি।

যদিও নিজের ক্যারিয়ার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এ ডাচ তারকা। জিয়ানলুসা ডিমারজিওকে তিনি বলেছেন, ‘আমি চাইলেই মেসি অথবা রোনালদোর মতো হতে পারতাম। কিন্তু আমার এটা ভালো লাগেনি। হয়তো আমার ডিনারের টেবিলে ওয়াইনের একটি গ্লাসই থাকে, আমি আমার জীবন উপভোগ করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও