কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে ফের একদিনে রেকর্ড ৯,৯৭১ আক্রান্ত

ইত্তেফাক প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১০:৪১

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৯ হাজার ৯৭১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে শনিবার দেশটিতে একদিনে আক্রান্ত হয় ৯ হাজার ৮৮৭ জন।

রবিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮ জন । এতে দেশটি করোনায় বিপর্যস্ত দেশ স্পেনকে ছাড়িয়ে বিশ্বে পঞ্চমে স্থানে অবস্থান করছে।

ভারতের একধাপ উপরে অবস্থান করা যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৯২ জন। আক্রান্তের সংখ্যায় এর উপরে অবস্থান যথাক্রমে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের।

এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬ হাজার ৯২৯ জন। কয়েক দিন যাবত দেশটিতে প্রতিনিয়ত ৮ হাজারের উপরে করোনায় আক্রান্ত হচ্ছে। সেইসঙ্গে প্রায় প্রতিনিয়ত ভাঙছে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। লকডাউন শিথিলের পর থেকে দেশটিতে সংক্রমনের হার অনেক উর্ধমুখী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও