কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্পেনকে টপকে গেল ভারত, করোনায় আক্রান্ত প্রায় আড়াই লাখ

এনটিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১০:৪০

মাত্র কয়েকদিনের ব্যবধানে ইতালি ও স্পেনকে টপকে নভেল করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারত। দেশটিতে এখন করোনায় আক্রান্তের মোট সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৩৮২ জন। এর পাশাপাশি একদিনে সংক্রমিত শনাক্ত হওয়ার রেকর্ডও ভাঙল এদিন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন। ভারতের ঠিক ওপরেই রয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি এদিন ভারতে মৃতের সংখ্যাও বেড়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৯৭ জন করোনায় আক্রান্তের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ভারতে এখন করোনায় মৃতের সংখ্যা ছয় হাজার ৯৪১ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও