কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্পের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে দেয়ার হুমকি ব্রাজিলের

আরটিভি প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১০:২৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছে ব্রাজিল। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সম্প্রতি ডব্লিউএইচও সদস্য পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এবার একই রকম সিদ্ধান্ত নিতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশটি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংঘাতের মূল ইস্যু ছিল চীনের ভূমিকা। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে চীনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলছিলেন ডোনান্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে অভিযোগ করেন চীনের ইশারায় চলছে ডব্লিউএইচও। তাই এর সদস্য পদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। তার আগে আর্থিক অনুদানও বন্ধ করা হয়।

এবার ট্রাম্পের ঘনিষ্ঠ বলসোনারোর সঙ্গে স্বাস্থ্য সম্পর্কিত সর্বোচ্চ সংস্থাটির সংঘাত বাড়ছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৬ হাজারের বেশি। মারা গেছে ৩৬ হাজারের ৪৪ জন। করোনা প্রতিরোধে পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করে অর্থনীতির চাকা সচল রাখতে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও