কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেবাচিমের চিকিৎসক-নার্সসহ ১১ আক্রান্ত করোনায়

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৯:৫৭

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অর্থপেডিক্স বিভাগকে লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

করোনা আক্রান্ত রোগী তথ্য গোপন করে হাসপাতালের ওই বিভাগে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলেন, কয়েকদিন আগে করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাতে ল্যাব থেকে আসা রির্পোটে ওই বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

এ কারণে অর্থপেডিক বিভাগটি পুরোপুরি লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তথ্য গোপন করে ভর্তি হওয়া ওই দুই রোগীকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে বলে হাসপাতালের পরিচালক জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও