কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রংপুরে স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৬:৩৬

রংপুরে স্বাস্থ্য বিধি নিশ্চিতে কঠোর হচ্ছে প্রশাসন। সরকারি নির্দেশনা না মানলে জেল, জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে। এ নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর সিটি বাজার, জেলা পরিষদ সুপার মার্কেট, বেতপট্টি, নবাবগঞ্জ বাজার, চাঁদিমা কমপ্লেক্স, সেন্ট্রাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা না মানার অপরাধে অভিযানের প্রথম দিনে নগরীর সেন্ট্রাল রোডস্থ একটি গার্মেন্টকে ১৫ হাজার টাকা, নিশাত বেনারশিকে ১০ হাজার টাকা, বন্ধন বেবি প্লাসকে ৫ হাজার, যমুনা ট্রেডিংকে ৩ হাজার টাকাসহ ১২টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রত্যেকটি ব্যবসা-প্রতিষ্ঠানকে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা-প্রতিষ্ঠান পরিচালনা ও স্বাস্থ্য বিধি পালনের আহ্বান জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও