কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাস্ক না পরায় ৫১ জনকে জরিমানা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৬:০২

শহরে যাতায়াতের সময় মাস্ক ব্যবহার না করায় নাটোরে ৫১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় এই জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও জানান, শনিবার দুপুরের কিছু আগে মাদ্রাসা মোড়ে পুলিশ চেকপোস্টে অবস্থান নেন তিনি। এ সময় শহরে যাতায়াতকারী যারা মাস্ক ব্যবহার করেননি, এমন ৫১ জনকে জরিমানা করা হয়। মোট ৪০টি মামলায় তাদের ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জরিমানা দাতাদের মাস্ক ব্যবহারে বাধ্য করতে পাশের দোকান থেকে তাদের মাস্ক কেনার নির্দেশনা দিয়ে তা বাস্তববায়ন করা হয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও