কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় মামলা দায়ের, আটক ১

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুন ২০২০, ০৬:০৪

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হানিফ ওরফে মিস্টার হত্যাককান্থে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগ নেতা আলহাজ্ব শেখসহ ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় মামলার তিন নম্বর আসামী ফিরোজ নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৬ জুন) রাতে ৯টার দিকে নিহত আবু হানিফ মিস্টারের বাবা আরমান আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি শাজাহানপুর থানায় রেকর্ড হওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশে তার তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়।

জানা যায়, মামলার এজাহারে আসামীর তালিকায় জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি (অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাবিত নতুন কমিটিরও সহ-সভাপতি) আলহাজ্ব শেখকে এক নম্বরে রাখা হয়েছে। তবে আসামীর তালিকায় ৪/৫জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এজাহারে হত্যাকাণ্ডে সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। পূর্ব শত্রুতার কথা বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও