কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লায় একদিনে ১৩২ জনের করোনা শনাক্তের রেকর্ড

ইত্তেফাক প্রকাশিত: ০৬ জুন ২০২০, ২১:৪৪

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে শনিবার (৬ জুন) সন্ধ্যা পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৩ জনের। বিষয়টি নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাহাদাত হোসেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন এবং জেলার আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ৬ জন, চৌদ্দগ্রামে ২২ জন, লাকসামে ১৫ জন, দেবিদ্বারে ১৪ জন, বুড়িচংয়ে ১১ জন, বরুড়ায় ৩ জন, দাউদকান্দিতে ১০ জন, মেঘনায় ৩ জন, হোমনায় ১ জন, মুরাদনগরে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, লালমাইয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেবিদ্বারে সুস্থ হয়েছেন ১৬ জন এবং সেখানে মারা গেছেন একজন।


এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত এ জেলায় ৪০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন মোট ২০২ জন। আরো পড়ুন: খুলনায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, ‘এ জেলায় প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ ইত্তেফাক/এএএম

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও