কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় আইসোলেশনে দুই কোভিড–১৯ রোগীর মৃত্যু

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৫:২৮

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুই কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। মৃত দুই ব্যক্তি হলেন দুপচাঁচিয়ার অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা (৬৭) এ. জে. এম ইদ্রিস আলী এবং নারুলী বেসরকারি বগুড়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (৫৬) আশরাফুল ইসলাম। মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন বলেন, ইদ্রিস আলী এ মাসের শুরুর দিকে করোনার উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেন।

২ জুন তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। দুই দিন বাড়িতে থাকার পর বেশি অসুস্থ বোধ করলে ৪ জুন মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। আজ তিনি মারা যান।   ইদ্রিস আলীর মেয়ে ও চিকিৎসক ইলবিয়া জিসা বলেন, তাঁর বাবার লাশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আরএমও শফিক আমিন আরও বলেন, আশরাফুল ইসলাম শ্বাসকষ্ট ও কাশিসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ মে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ওই দিনই তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১ জুন নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ২ জুন তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। আজ তিনি মারা যান। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৫৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ জনের। উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। এর বাইরে করোনায় সংক্রমিত হয়ে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা হাসপাতালে বগুড়ার পাঁচজন মারা গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও