কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সারা দেশের ভার্চুয়াল আদালতে ৫ দিনে সাড়ে ৬ হাজার জামিন

এনটিভি প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৩:৪০

সারা দেশের সব অধস্তন আদালত গত পাঁচ কার্যদিবসে ভার্চুয়াল শুনানির মাধ্যমে ছয় হাজার ৫৪২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সুপ্রিমকোর্টের মখপাত্র স্পেশাল অফিসার সাইফুর রহমান এনটিভি অনলাইনকে জানান, গত ৩১ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ছয় হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে ২৯ মে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল, ভার্চুয়াল আদালত গঠনের পর থেকে সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও