কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২ সদস্যকে বরখাস্ত করায় পুরো পুলিশ দলের পদত্যাগ!

ইত্তেফাক প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১২:১৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফালো শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করে স্থানীয় প্রশাসন। তবে ওই দুই সদস্যকে বরখাস্ত করার পরই কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বাফালো শহরে পুলিশের বিশেষ বাহিনীর ৫৭ পুলিশ সদস্যের একটি দল। স্থানীয় সময় শুক্রবার ওই পদত্যাগ পত্রগুলো জমা দেয়া হয়।

বাফালোভিত্তিক গণমাধ্যম ডাব্লিউজিআরজেডের প্রতিবেদনে বলা হয়, মার্টিন গুগিনো নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আন্দোলন চলাকালে মাটিতে ফেলে দিলে তিনি মাথায় আঘাত পান। এই ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করলে আরো ৫৭ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেন।

এ বিষয়ে বাফালো পুলিশ কল্যাণ সমিতির প্রেসিডেন্ট জন ইভানস বলেন, বিরক্ত হয়ে ওই ৫৭ কর্মকর্তা পদত্যাগ করেছেন । জানা গেছে, ২০১৬ সালে দাঙ্গা ঠেকাতে বাফালোয় ওই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও