কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সময় টিভি প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৯:৫৪

কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষায় ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা মনে করেন, নমুনা পরীক্ষায় ধীরগতি বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ হলে অনেকটাই কমবে সে ঝুঁকি। তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা।

অনেকেই বয়ে বেড়াচ্ছেন কোভিড নাইন্টিনের লক্ষণ-উপসর্গ। নমুনা পরীক্ষার জন্য নেই চেষ্টার কোনো কমতি, কিন্তু পিছু ছাড়ছে না বিড়ম্বনা আর সময়ের অপচয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে নমুনা পরীক্ষার তালিকায় প্রায় তলানিতে বাংলাদেশের অবস্থান। বিপরীতে নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শনাক্তের হার ঘুরপাক পাচ্ছে ২০ শতাংশে, মোট আক্রান্তের ৫১ শতাংশই সংক্রমিত হয়েছেন এই ১৪ দিনে।

এমন অবস্থায় সংক্রমণের গতি কমাতেই নমুনা পরীক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

ডাক্তার মুশতাক হোসেন বলেন, যেসব ল্যাবরেটরিতে পরীক্ষা হচ্ছে তাতে পুরো ক্ষমতা দিয়ে কাজ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও