কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যৌন সম্পর্কের সময়ও মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৯:১৪

করোনাভাইরাস মহামারিতে জর্জরিত বিশ্ব। করোনা থেকে বাঁচতে প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, যৌন সম্পর্ক করার সময়ও মাস্ক পরা বাধ্যতামূলক।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একাধিক পরীক্ষার পর জানিয়েছেন, যৌন সম্পর্ক স্থাপনের কারণে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। সেই কারণেই মাস্ক পরার কথা জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।মহামারির সময়ে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চুম্বনসহ একাধিক শারীরিক ঘনিষ্ঠতা এই মুহূর্তে এড়িয়ে চলুন। যাতে কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকা যায়। তারপরও যদি কেউ যৌন সম্পর্ক করেন তাহলে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করতে হবে।

তবে যদি স্বামী-স্ত্রী একই সঙ্গে কোয়ারেন্টাইনে থাকেন এবং অন্যদের সঙ্গে না মিশে থাকেন তাহলে তাদের মধ্যে যৌন সম্পর্কে কোনো সমস্যা নেই বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও