কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদিতে শতকরা ৭৩ জন করোনা থেকে সুস্থ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৮:৫৯

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে আরও ২ হাজার ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫ হাজার ৭৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। ফলে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪২। এদিকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও এক হাজার ৬৫১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৬১৬জন। শুক্রবার (৫ জুন) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৯০ জন। এর মধ্যে এক হাজার ৪১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে দেশটিতে সুস্থতার হার ৭৩.২৮ শতাংশ। অর্থাৎ দেশটিতে শতকরা ৭৩ জনের বেশি মানুষ করোনা থেকে মুক্ত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও