কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে ধর্ষিত ৯০ নারী, ১১৬ শিশু

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৭:৪৭

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে দেশে নারী ও শিশুর ওপর সহিংসতা বেড়েছে। গত তিন মাসে (মার্চ থেকে মে) ৪৮০ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এদের মধ্যে ২৬৭ জন নারী ও ২১৩ জন শিশু। এ সময় ৯০ জন নারী ও ১১৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

গতকাল শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশের ১৪টি দৈনিক পত্রিকার খবরের ওপর ভিত্তি করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে সহিংসতার শিকার ২৪৩ জনের মধ্যে ১৩৯ জন নারী ও ১০৪ জন শিশু; এদের মধ্যে ৮১ জন ধর্ষণের শিকার।

এপ্রিলে ৫৮ জন নারী ও ৬৪ জন শিশুসহ মোট ১২২ জন সহিংসতার শিকার; এদের মধ্যে ৬৮ জন ধর্ষণের শিকার। সর্বশেষ মে মাসে সহিংসতার শিকার ১১৫ জন। এদের মধ্যে ৭০ জন নারী ও ৪৫ জন শিশু; ধর্ষণের শিকার ৫৭ জন নারী ও শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও