কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যশোরে করোনামুক্ত চিকিৎসক হঠাৎ অসুস্থ, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

সমকাল প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০১:৪০

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাতে তাকে যশোর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। এই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে গত ৪ মে রিপোর্ট পাওয়া যায়। এর ঠিক একমাসের মাথায় ৪ জুন তাকে ‘করোনাভাইরাসমুক্ত’ বলে ঘোষণা করা হয়। কিন্তু তার পরদিনই ডা. নাহিদকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়া হলো।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গত মাসের ৪ তারিখে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। গত বৃহস্পতিবার তাকে করোনামুক্ত ঘোষণা করা হয়। কিন্তু এরপর থেকেই তার শ্বাসকষ্ট হচ্ছিল। শুক্রবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সযোগে। তবে করোনার কারণে এই অসুস্থতা কি না তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও