কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনে করোনায় মৃত্যু ছাড়াল ৪০ হাজার

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০৫ জুন ২০২০, ২২:৩১

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার (৫ জুন) দেশটির স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনে করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ আসার পর মৃত্যু হয়েছে; এমন মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতাল, কেয়ার হোম এবং কমিউনিটিতে আরও ৩৫৭ জন করোনাভাইরাসে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪০ হাজার ২৬১ জনের।

সম্পর্কিত খবর মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া নির্দেশনাপ্রায় তিন মাস পর প্রথম করোনায় 'মৃত্যুশূন্য দিন'  কাটালো নিউইয়র্কমৃত্যুর ৫ দিন পর জানা গেল বিদ্যুৎকর্মী করোনা পজিটিভ ছিলেন গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৪ হাজারের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও